বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী দরকার পড়ে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের 'দরকার পড়ে না' বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, 'শিক্ষকরাই সেখানে নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রতিটি সমাজেই কিছু মানুষ থাকেন, যারা সমাজকে নিয়ন্ত্রণ করে রাখেন। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যারা শিক্ষকতা করছেন, ভিসিরা আছেন, তারা খুবই যোগ্য। শিক্ষার্থীরাও তাদের মেনে চলে। আমার মনে হয় তারা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারছে।'

আজ সোমবার দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'যেসব পুলিশ কর্মকর্তা অনুপস্থিত আছে, তাদের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা নতুন পুলিশ নিয়োগ দিচ্ছি—নতুন প্রায় চার হাজারের বেশি ট্রেনিং করে বের হয়ে গেছে, একটা ব্যাচ ট্রেনিং করছে এবং আরেকটা ব্যাচ বেশ খুব তাড়াতাড়ি প্রশিক্ষণে যাচ্ছে।'

নির্বাচনের জন্য 'বাহিনীগুলোকে প্রশিক্ষণ দেওয়া হবে' উল্লেখ করে তিনি বলেন, 'আগামী ৭ তারিখ (৭ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ কনভেনশন সেন্টারে এর উদ্বোধন হবে। শুধু পুলিশ নয়, অন্যান্য সব বাহিনীরই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে নির্বাচনের আগে।'

তিনি জানান, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, আনসারদেরও নির্বাচনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

নির্বাচনে আনসারের ভূমিকা বেশি থাকে উল্লেখ করে তিনি বলেন, 'প্রতি কেন্দ্রে ছয়জন পুরুষ ও চারজন নারী আনসার থাকেন, যারা নিরস্ত্র। এর পাশাপাশি অস্ত্রসহ দুজন থাকেন। এবার প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার জন্য আরও একজন আনসার দিব।'

প্রতি কেন্দ্র দুই থেকে তিনজন পুলিশ থাকবে এবং সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, এপিবিএন ও কোস্টগার্ড টহলে থাকবে বলে জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

এক প্রশ্নের জবাবে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকে 'দুর্ভাগ্যজনক' উল্লেখ করে তার দ্রুত সুস্থতা কামনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

থানা থেকে লুট হওয়া অস্ত্রের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। আপনারাও আমাদের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছেন। এ ক্ষেত্রেও আপনারা সহযোগিতা করুন।'

যাদের তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গুলি উদ্ধার হবে তাদের তথ্য গোপন রাখা হবে এবং পুরস্কৃত করা হবে বলে জানান তিনি।

নির্বাচনের জন্য দেশের সার্বিক আইনশৃঙ্খলা অনুকূলে আছে কি না—জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'একেক জনের একক মত হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু দেশের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করবে, এটা আমরা আশা করব।'

'আমাদের ধৈর্য ও সহ্য একটু কমে গেছে' উল্লেখ করে তিনি বলেন, 'একটু ধৈর্য ধরলে অনেক সমস্যারই সমাধান করতে পারব।'

সিলেটের সাদা পাথর নিয়ে সাম্প্রতিক ঘটনার উল্লেখ করে এ ঘটনায় জড়িত মূল হোতাদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'এটা খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিষয়। তদন্ত প্রতিবেদন তাদের কাছে যাবে। তারপর হয়তো আমরা জানতে পারব। তবে, আপনারা (সাংবাদিকরা) সহযোগিতা করে যাচ্ছেন এবং তথ্য দিয়ে যাচ্ছেন, এজন্য ধন্যবাদ।'

সাদা পাথর লুটপাটের ঘটনায় সেখানে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জড়িত থাকার বিষয়ে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'আগেই যদি কাউকে দোষী সাব্যস্ত করে ফেলেন, তাহলে মুশকিল।'

তার ভাষ্য, 'সব সংবাদ যে সঠিক হবে তা না। একেকজন একেকটা সংবাদ একেক রকম ভাবে দেখে। (সাদা পাথরের ঘটনায়) যারাই দোষী হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।'

Comments

The Daily Star  | English

Blood Moon 2025: Dhaka witnesses total lunar eclipse

Astronomy enthusiasts and skywatchers gathered on rooftops and open spaces to witness the rare spectacle

4h ago