ভাঙ্গায় আসন সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আসন সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ভাঙ্গায় সড়ক অবরোধ করেন স্থানীয় লোকজন। ছবি: স্টার

ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করার প্রতিবাদে আবার মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় লোকজন। আজ মঙ্গলবার সকাল সোয়া ৮টা থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের তিনটি স্থানে অবরোধ করা হয়। এর ফলে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুকুরিয়া বাসস্ট্যান্ডে সড়কে কলাগাছ ফেলে এবং ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ ও আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় বাঁশের ব্যারিকেড দিয়ে অবরোধ শুরু করেন দুই ইউনিয়নের বাসিন্দারা।

অবরোধ চলাকালে 'ভাঙ্গা আমার মা, মায়ের বিভাজন হতে দেব না', 'আমরা ভাঙ্গার মানুষ, ভাঙ্গাতেই থাকতে চাই', 'নগরকান্দার সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত মানি না' বলে স্লোগান দেওয়া হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আগে ফরিদপুর-৪ আসনটি ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ছিল। আর নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে ছিল ফরিদপুর-২ আসন। কিন্তু গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী, ফরিদপুর-৪ আসনের হামিরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়।

অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে শত শত যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ি আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ভাঙ্গা থানা ও হাইওয়ে পুলিশ উপস্থিত রয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, 'অবরোধকারীদের বুঝিয়ে মহাসড়ক যান চলাচলের জন্য উন্মুক্ত করার চেষ্টা চলছে। তবে জরুরি যানবাহনগুলোকে পার করে দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।'

এর আগেও গত ৫ সেপ্টেম্বর একই দাবিতে মহাসড়কের সাতটি স্থানে সাড়ে সাত ঘণ্টা অবরোধ করেছিলেন স্থানীয় লোকজন।

Comments