নির্বাচনী দায়িত্বের জন্য ৩০০ গাড়ি কিনবে সরকার

সালেহউদ্দিন আহমেদ। ফাইল ফটো

আসন্ন জাতীয় নির্বাচনে ব্যবহার করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রায় ৩০০টি গাড়ি কিনবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। একইসঙ্গে তিনি বলেন, আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার বিষয়ে গণমাধ্যমে প্রচারিত খবর 'ভিত্তিহীন'।

সালেহউদ্দিন আহমেদ বলেন, 'জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেটা বাতিল করা হয়েছে।'

তিনি জানান, নতুন গাড়িগুলোর বেশিরভাগই উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) দেওয়া হবে, আর কিছু জেলা প্রশাসকদের (ডিসি) জন্য বরাদ্দ হবে।

বর্তমানে যেসব গাড়ি তাদের কাছে রয়েছে, তার মধ্যে অনেক গাড়িই অচল হয়ে যাওয়ায় মাঠপর্যায়ের কার্যক্রম সঠিকভাবে নিশ্চিত করতে ভালো গাড়ি প্রয়োজন বলে জানান অর্থ উপদেষ্টা।

চলতি বছরের আগস্টে জনপ্রশাসন মন্ত্রণালয় ২৮০টি গাড়ি কেনার প্রস্তাব দিয়েছিল, যার ব্যয় ধরা হয়েছিল ৪৪৫ কোটি টাকা।

সে প্রস্তাবে উপদেষ্টা, মন্ত্রী ও সমমানের কর্মকর্তাদের জন্য ৬০টি মিতসুবিশি পাজেরো জিপ (প্রতিটির দাম ১ কোটি ৬৯ লাখ টাকা), ইউএনওদের জন্য একই দামে ১৯৫টি পাজেরো জিপ এবং ডিসি অফিসের জন্য ২৫টি মাইক্রোবাস (প্রতিটির দাম ৫২ লাখ টাকা) কেনার কথা বলা হয়েছিল।

প্রস্তাবে বলা হয়েছিল, বর্তমান গাড়িগুলো নয় বছরের মেয়াদ অতিক্রম করেছে এবং ঘন ঘন নষ্ট হওয়া ও রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়ে যাওয়ায় নতুন গাড়ি কেনা জরুরি হয়ে পড়েছে।

অর্থ উপদেষ্টা আরও জানান, আগের সরকারের আমলে সংসদ সদস্যদের জন্য আমদানি করা বিএমডব্লিউসহ ৩০ থেকে ৪০টি গাড়ি এখনো চট্টগ্রাম কাস্টমসে আটকে আছে।

এসব গাড়ির সরকারি মূল্যায়ন প্রায় ৬ কোটি টাকা হলেও নিলামে সর্বোচ্চ দর উঠেছে মাত্র ১০ লাখ টাকা।

'এ কারণে এসব গাড়িকে সরকারি পরিবহন পুলে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে,' বলেন অর্থ উপদেষ্টা।

Comments

The Daily Star  | English

A new standard or special treatment?

Debate erupts over court appearance of army officers

1h ago