সংসার গোছানো হলো না জাবি শিক্ষক মৌমিতার, অধরা থেকে গেল উচ্চশিক্ষার স্বপ্ন
পাবনা শহরের জেলাপাড়ায় কেবলই শোকের আবহ। এই পাড়ায় কেটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার শৈশব-কৈশোর।
আজ শুক্রবার সন্ধ্যায় স্ত্রীর মরদেহ নিয়ে পাবনায় পৌঁছান সিরাজুল ইসলাম।
চলতি বছরের জানুয়ারিতে সহপাঠী সিরাজুলের সঙ্গে পারিবারিকভাবে মৌমিতার রেজিস্ট্রি সম্পন্ন হয়। আগামী বছরের ফেব্রুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাদের সংসার শুরু করার কথা ছিল।
সিরাজুলের বাড়ি ঢাকার সাভার উপজেলায়। চাকরি করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে।
'অনেক স্বপ্ন নিয়ে আমরা সংসার শুরু করার পরিকল্পনা করেছিলাম। সব কিছু এভাবে শেষ হয়ে যাবে ভাবতে পারিনি,' দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে বলেন তিনি।
এদিন সকাল সাড়ে ৮টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে পড়েন মৌমিতা। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি প্রীতিলতা হলে পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন।
একমাত্র সন্তানের মৃত্যুতে থেমে গেছে খন্দকার মোস্তাফিজুর রহমান রুমি ও লুৎফন্নাহার পলি দম্পতির জীবন।
শিক্ষক বাবা-মায়ের সন্তান মৌমিতা ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন শিক্ষক হবেন। উচ্চশিক্ষা নেবেন এবং দেশের কল্যাণে কাজ করবেন।
শিক্ষকতার স্বপ্ন পূরণ হলেও মৌমিতার উচ্চশিক্ষা নেওয়ার স্বপ্ন অধরা থেকে গেল, ডেইলি স্টারকে বলেন রুমি। অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক রুমি বর্তমানে দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
মৌমিতা ২০০৯ সালে পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১১ সালে পাবনা মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন। চারুকলা বিভাগ থেকে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর তিনি নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ পান।
ক্যাম্পাসে তিনি পরিশ্রমী শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন। শিক্ষক হিসেবেও ছিলেন আন্তরিক, ছাত্র-ছাত্রীদের প্রিয়জন। চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক মৌমিতা প্রীতিলতা হলের হাউস টিউটর ছিলেন।
পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক রোখসানা খানম স্মৃতিচারণ করে বলেন, 'ছোটবেলা থেকেই মৌমিতা লেখাপড়ায় অত্যন্ত ভালো ছিল। সব পরীক্ষায় প্রথম হতো। বিজ্ঞান বিভাগের ছাত্রী হয়ে চারুকলায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে সে। আরও অনেক অর্জন বাকি রেখেই নিয়তির হাত ধরে তাকে চলে যেতে হলো।'
রাতেই পাবনার কাচারীপাড়া জামে মসজিদে নামাজে জানাজা শেষে আরিফপুর গোরস্তানে তার দাফন সম্পন্ন হবে।


Comments