নারায়ণগঞ্জে পরিত্যক্ত অবস্থায় গাজীপুরের ৪ হাজার এনআইডি কার্ড উদ্ধার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় চার হাজার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড উদ্ধার করা হয়েছে।

রোববার রাতে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে এসব কার্ড উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত নির্বাচন কমিশনার রাকিবুজ্জামান আজ সোমবার সকালে দ্য ডেইলি স্টারকে বলেন, 'উদ্ধার হওয়া কার্ডগুলো গাজীপুর সদর এলাকার, আমাদের এলাকার নয়।'

তিনি বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্ডগুলো পুরোনো ও পরিত্যক্ত। এগুলো স্মার্টকার্ড নয়। তবে ময়লা-আবর্জনার স্তূপেও থাকার কথা নয়।'

'গাজীপুর থেকে কীভাবে এসব কার্ড নারায়ণগঞ্জে এলো, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকৃত কার্ডগুলো নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশন অফিসে রাখা হয়েছে,' যোগ করেন তিনি।

রাকিবুজ্জামান জানান, কর্তৃপক্ষ বিভিন্ন সময় ঠিকাদারের মাধ্যমে এসব কার্ড একস্থান থেকে অন্য স্থানে সরায়। কিন্তু সেগুলো ময়লা স্তূপে ফেরার সুযোগ নেই।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, রোববার সন্ধ্যার দিকে একটি সাদা গাড়িতে করে কয়েকজন ব্যক্তি দ্রুত স্টেডিয়ামের সামনে বস্তাগুলো ফেলে চলে যায়।

স্থানীয়রা প্রথমে ময়লার বস্তা ভেবে গুরুত্ব না দিলেও পরিষ্কার বস্তা দেখে সন্দেহ হয়। পরে বস্তাগুলো খুলে ভেতরে প্রচুর এনআইডি কার্ড দেখতে পান তারা।

গাজীপুরের চার হাজার এনআইডি কার্ড নারায়ণগঞ্জে পাওয়ার বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা নির্বাচন অফিসার এ এইচ এম কামরুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিষয়টি খতিয়ে দেখে বিস্তারিত পরে জানানো হবে।'

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

6h ago