রেল থানায়ও অনলাইন জিডি সেবা চালু

রেল থানায় অনলাইন জিডি সেবা চালু। ছবি: সংগৃহীত

রেলওয়ে পুলিশের আওতাধীন ২৪টি থানায় অনলাইন জিডি সেবা চালু হয়েছে।

আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

এতে বলা হয়, দেশের প্রতিটি রেল থানায় সব ধরনের জিডি অনলাইনে করার সুযোগ উন্মুক্ত হয়েছে। থানায় না গিয়েও নাগরিকরা অনলাইনে জিডি করতে পারবেন।

অনলাইন জিডি করবেন যেভাবে

প্রথমে গুগল প্লে স্টোর থেকে 'অনলাইন জিডি' (Online GD) অ্যাপ ডাউনলোড করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করার পর যেকোনো সময় সেবা নেওয়া যাবে। বারবার রেজিস্ট্রেশন করতে হবে না।

রেজিস্ট্রেশন বা অনলাইন জিডি করতে কোনো অসুবিধা হলে ২৪ ঘণ্টা চালু হটলাইন ০১৩২০০০১৪২৮ নম্বরে যোগাযোগ করতে হবে।

রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত প্রধান (অ্যাডিশনাল আইজিপি) মো. জিল্লুর রহমান বলেন, 'এ উদ্যোগ জনগণের ভোগান্তি কমাবে এবং ডিজিটাল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

7h ago