সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন মারা গেছেন

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। ফাইল ফটো

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি জেল হেফাজতে ছিলেন।

ঢামেক পুলিশ আউটপোস্টের ইনস্পেক্টর মো. ফারুক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তাকে গতকাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ সকাল ৮টা ২০ মিনিটের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার ছেলে মানজুরুল মজিদ মাহমুদ সাদিও আজ সকালে ফেসবুকে পোস্টের মাধ্যমে তার পিতার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

এদিকে জেল সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রেণিপ্রাপ্ত হাজতি (বন্দি নং- ৩৭৭০১/২৫) সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে (৭৮) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে বন্দির অবস্থার অবনতি হলে পরবর্তীতে গতকাল আনুমানিক বিকেল ৪টার সময় পুরাতন ভবনের পঞ্চম তলায় আইসিইউতে রেফার্ড করা হয়। আইসিইউতে চিকিৎসা চলাকালে বন্দি আজ সকালে মৃত্যুবরণ করেন।

Comments