ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭০০

ডেঙ্গুজ্বরে গত ২৪ ঘণ্টায় আজ সকাল পর্যন্ত অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু শনাক্ত আরও ৭০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার দুজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার একজন।
এনিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২২০ জনে দাঁড়িয়েছে এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ১০৪ জনে।
সারা দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ২৪৭৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে ১৬১৭ জন ঢাকার বাইরের।
Comments