বিশ্ব হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার দিবসে পিসিএসবির বিশেষ আয়োজন

অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। ছবি: সংগৃহীত

বিশ্ব হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ (পিসিএসবি)।

আজ শনিবার সকালে রাজধানীর কড়াইলে অবস্থিত 'মমতাময় কড়াইল সেন্টারে' এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিপাদ্য ছিল 'সর্বজনীন প্যালিয়েটিভ কেয়ার অর্জন: সবাই প্রতিশ্রুতিবদ্ধ'। এ আয়োজনের উদ্দেশ্য ছিল—বাংলাদেশে প্যালিয়েটিভ কেয়ার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মানবিক সেবার মূল্যবোধ প্রচার এবং জীবনসীমিত মানুষদের প্রতি সহমর্মিতা ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়া। 

প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার বিশ্ব হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার দিবস পালিত হয়। 

অনুষ্ঠানে পিসিএসবির সদস্য ডা. নূরজাহান বেগম বলেন, জীবন সীমিতকারী রোগে আক্রান্ত ব্যক্তি ও পরিবারের পাশে থেকে তাদের কষ্ট লাঘব করাই প্যালিয়েটিভ কেয়ারের আসল উদ্দেশ্য। আজকের আয়োজন সেই মানবিক দায়িত্বের প্রতিই আমাদের নতুন করে অঙ্গীকারবদ্ধ করে।

পিসিএসবির সদস্য সচিব অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া বলেন, জীবনের শেষপ্রান্তে থাকা মানুষের পাশে থেকে ভালোবাসা ও যত্নের বার্তা ছড়িয়ে দিতে এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের উদ্যোগ সমাজে মানবিকতার চেতনা জাগিয়ে তুলবে।

তিনি আরও বলেন, ২০১৫ সাল থেকে পিসিএসবির 'মমতাময় কড়াইল প্রকল্প' এর মাধ্যমে কড়াইল এলাকার দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে প্যালিয়েটিভ কেয়ার সেবা, চিকিৎসা সহায়তা ও মানসিক পরামর্শ দেওয়া হচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন পিসিএসবির সভাপতি ডা. নাঈম আহমেদ, বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ, শিশু বিশেষজ্ঞ ডা. নূরজাহান বেগম, প্রকল্প পরিচালক ডা. তাসনিম জেরিন প্রমুখ।

অনুষ্ঠানে কড়াইল এলাকার পাঁচটি স্কুলে আয়োজিত চিত্রাঙ্কন ও অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র দেওয়া হয়। 

প্যালিয়েটিভ কেয়ার হলো এমন এক চিকিৎসা ব্যবস্থা, যার মাধ্যমে জীবনসীমিত বা দীর্ঘস্থায়ী জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের শারীরিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক কষ্ট লাঘব করে তাদের জীবনমান উন্নত করা হয়। এই চিকিৎসা পদ্ধতির মূল লক্ষ্য রোগ নিরাময় নয়, বরং রোগীর মর্যাদাপূর্ণ ও স্বস্তিদায়ক জীবন নিশ্চিত করা।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

3h ago