সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) মো. এহসানুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ দিয়েছে সরকার।
আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এই নিয়োগ সম্পর্কে জানা যায়।
গত ২১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোখলেস উর রহমানকে বদলির প্রায় ৩ সপ্তাহ পর তার স্থলে নতুন এই নিয়োগ দেওয়া হলো।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমানকে জনপ্রশাসন সচিব পদে নিয়োগ দিয়েছিল। দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলেও গত ২১ সেপ্টেম্বর তাকে পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য হিসেবে নিয়োগ করা হয়।
Comments