কর্মকর্তারা নির্বাচনে নিরপেক্ষ না থাকলে ব্যবস্থা নেব: জনপ্রশাসন সচিব

মো. এহসানুল হক। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো কর্মকর্তা নিরপেক্ষ ভূমিকা পালন না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সিনিয়র সচিব মো. এহছানুল হক। তিনি বলেছেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মাঠ প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।

আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জনপ্রশাসনসচিব বলেন, 'আমরা প্রশাসনের কর্মকর্তারা সুযোগ পেলে নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে পারি। মাঠ প্রশাসনের কর্মকর্তারা যদি স্বাধীনভাবে কাজ করার উপযুক্ত পরিবেশ পান, তাহলে তারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে ভোট পরিচালনা করতে পারবেন।'

তিনি আরও বলেন, 'যদি কোনো নির্দিষ্ট কর্মকর্তা কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতদুষ্ট হন, তাকে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে।'

আগের নির্বাচনগুলোতে নিরপেক্ষতার আশ্বাস বাস্তবায়িত না হওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এহছানুল হক বলেন, 'কেন হয়নি, তা আপনারা আমার চেয়ে ভালো জানেন। ১৯৯১ সালে আমি কিছু কেন্দ্রে একজন আনসার সদস্যকে নিয়ে ভোটকেন্দ্র পরিচালনা করেছি, সেই নির্বাচন কিন্তু সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু ছিল।'

আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো সমস্যা নয় উল্লেখ করে তিনি বলেন, 'জনগণ যদি নিরপেক্ষ নির্বাচন চায়, তাহলে তা সম্ভব।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকদের (ডিসি) বদলির বিষয়ে এক প্রশ্নের জবাবে নতুন সচিব বলেন, এ বিষয়ে উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ভোটকেন্দ্রের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে।

এর আগে আজ সকালেই মো. এহছানুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি আগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Comments

The Daily Star  | English

Dhaka Customs House to remain open 24/7 over the next two days

The step has been taken to keep trade activities running after the Dhaka airport fire

1h ago