নরসিংদীতে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৭ শ্রমিক

নরসিংদীতে পুরাতন ব্যাটারি থেকে সিসা তৈরির একটি কারখানায় বিস্ফোরণে সাতজন শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
আজ রোববার সকাল ১০টার দিকে সদর উপজেলার পাঁচদোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন দক্ষিণ শীলমান্দি এলাকার কাদির মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন (১৯), সাদ্দাম মিয়ার ছেলে হোসেন আলী (২৪) ও সাদ্দাম হোসেনের ছেলে তাইজুল ইসলাম (২৫)। এছাড়া আরও চারজন শ্রমিক সামান্য দগ্ধ হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচদোনা এলাকায় দীর্ঘদিন ধরে কোনো প্রকার সরকারি অনুমোদন ছাড়াই অবৈধভাবে এই ব্যাটারি কারখানাটি চলছে। পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির কাজ হয় সেখানে। রোববার সকালে শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। এতে সাতজন শ্রমিক দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদা গুলশানারা কবির বলেন, সকালে পাঁচদোনা এলাকা থেকে সাতজন দগ্ধ রোগীকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দু'জনের শরীরের প্রায় ৬০ শতাংশ ও একজনের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Comments