মেহেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জবি ছাত্রী নিহত

মেহেরপুর সদর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফারহানা ওয়াহিদা (২৫) নিহত হয়েছেন।
আজ বুধবার বিকেলে উপজেলার ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারহানা মেহেরপুর পৌর শহরের পেয়াদাপাড়ার রাইনুল ইসলামের স্ত্রী। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি রামদাসপুর গ্রামে যাচ্ছিলেন রাইনুল। ফতেহপুর এলাকায় একটি ট্রাককে অতিক্রম করার সময় রাস্তার পাশে থাকা ইটের স্তূপে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায় মোটরসাইকেলটি। এ সময় পড়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন ফারহানা।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ট্রাকচালককে গ্রেপ্তার ও ট্রাকটি জব্দের চেষ্টা চলছে।
Comments