‘শিক্ষার্থী কল্যাণ ফি’ বাতিলের দাবিতে জাবিতে বিক্ষোভ

বিক্ষোভ মিছিল শেষ করে উপাচার্যের বাসভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলনকারীরা। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি ফি থেকে শিক্ষার্থী কল্যাণ ফি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে 'নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর'। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয় এবং উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। 

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলনকারীরা। সমাবেশে শিক্ষার্থীরা কল্যাণ ফি বাতিলের দাবি জানিয়ে বক্তব্য দেন।

বিপ্লবী ছাত্রমৈত্রী জাবি শাখার সংগঠক সোমা ডুমরি বলেন, 'একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য আগেই আলাদাভাবে টাকা বরাদ্দ করা থাকে। তাহলে আমাদের আবার কেন শিক্ষার্থী কল্যাণ ফি দিতে হবে। যার বাবা রিকশা চালায় তার পক্ষে এত টাকা বিশ্ববিদ্যালয় ফি দিয়ে ভর্তি হওয়া সম্ভব না। বিশ্ববিদ্যালয় যতটা এলিট শ্রেণীর ততটা শ্রমজীবী মানুষের।'

সমাবেশে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি শরণ এহসান বলেন, 'বিভাগ উন্নয়ন ফি আন্দোলনের মাধ্যমে বাতিল করা হয়েছিল। সেটাই এখন শিক্ষার্থী কল্যাণ ফি নামে চালু করতে চাচ্ছে প্রশাসন। এই অতিরিক্ত ফি, সেটার মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে উচ্চবিত্তের মধ্যে আটকে দেওয়ার চেষ্টা করছে প্রশাসন।'

সমাপনী বক্তব্যে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি বলেন, 'আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভাগ উন্নয়ন ফি'র পরিবর্তে শিক্ষার্থী কল্যাণ ফি চালু করছে। প্রশাসনের এসব সিদ্ধান্তের কারণে আমাদের বারবার রাজপথে নামতে হয়। আজ আমরা যে মিছিল শুরু করেছি এটা সামনে আরও বড় হবে। নবীন শিক্ষার্থীদের জন্য সুন্দর একটি ক্যাম্পাস রেখে যাওয়ার জন্য আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।'

উল্লেখ্য, জাবির ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজার সই করা ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি ফি সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আজ। সেখানে দেখা যায়, গত বছরের তুলনায় এবার শিক্ষার্থী কল্যাণ ফি বাবদ ৬০০০ টাকা বেশি নেওয়া হচ্ছে।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

7h ago