আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চবিতে বিক্ষোভ

আওয়ামী লীগ, গণহত্যা, বিক্ষোভ মিছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,
মধ্যরাতে চবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একদল শিক্ষার্থী।

শুক্রবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে চবির সোহরাওয়ার্দী হল মোড় এলাকায় এই বিক্ষোভ মিছিল হয়।

এসময় শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছিলেন- 'আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না', 'অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ কর, করতে হবে করতে হবে' ইত্যাদি।

বিক্ষোভরত চবি শিক্ষার্থী শাখাওয়াত হোসেন বলেন, 'আওয়ামী লীগ প্রথম এ দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। যখনই তারা ক্ষমতায় এসেছে, তখনই ভারতের দালালি করেছে। দেশের মানুষের কোনো উন্নতি করেনি।'

তিনি আরও বলেন, 'শুধু জুলাই হত্যাকাণ্ড না, আওয়ামী লীগ এর আগে যতগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে সবগুলোর বিচারের ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশ করা নিষিদ্ধ ঘোষণা করতে হবে।'

আরেক শিক্ষার্থী মোহাম্মদ আলী বলেন, '৫ আগস্টে শেখ হাসিনার পতনের পর একটা ইন্টেরিম সরকার গদিতে বসেছে মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য। সাধারণ মানুষ আশা করেছিল, এতদিন দেশের মানুষ যে অধিকার থেকে দূরে ছিল সে অধিকারগুলো ফিরে পাবে, সন্ত্রাসী আওয়ামী লীগের বিচার হবে। কিন্তু এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো বিচার দেখতে পাচ্ছি না। আমাদের শহীদরা জীবন দিয়েছিল এদেশের মুক্তির জন্য। কিন্তু মুক্তির জন্য যা করা উচিত সরকার সেগুলো করছে না।'

Comments

The Daily Star  | English

BNP opposes RPO amendment requiring alliance parties to use own symbols

Salahuddin says the change will discourage smaller parties from joining coalitions

1h ago