শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাবি প্রক্টর ফিরোজের পদত্যাগ

আ স ম ফিরোজ উল হাসান। ছবি: সংগৃহীত

শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান।

বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীরকে প্রক্টরের দায়িত্ব দিয়েছে জাবি কর্তৃপক্ষ।

আজ সোমবার জাবি রেজিস্ট্রার মো. আবু হাসানের সই করা এক অফিস আদেশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী প্রক্টর এবং সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ উল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীরকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে আদেশে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্ষণের ঘটনার বিচার দাবিতে বিক্ষোভ করে জাবি শিক্ষার্থীরা।

'নিপীড়নের বিরুদ্ধে মঞ্চ' ব্যানারে চলমান আন্দোলনে প্রক্টর ফিরোজ উল হাসান এবং মীর মশাররফ হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক সাব্বির আলমের অপসারণের দাবি জানায় শিক্ষার্থীরা।

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

24m ago