৩ দাবিতে রোববার সারাদেশে মহাসড়ক অবরোধ কর্মসূচি জুলাই যোদ্ধাদের
তিন দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন জুলাই যোদ্ধারা।
আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদের পক্ষে মাসুদ রানা সৌরভ সারা দেশে মহাসড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, 'আগামী রোববার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশের প্রত্যেক জেলা শহরগুলোর মহাসড়ক অবরোধ করা হবে।'
তাদের তিন দফা দাবিগুলো হলো—জুলাই অভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর হিসেবে সাংবিধানিক স্বীকৃতি এবং নির্যাতিত, আহত ও যারা পঙ্গুত্ববরণ করেছেন, তাদের বীর হিসেবে স্বীকৃতি দিতে হবে; শহীদ ও আহত পরিবারগুলোর পুনর্বাসনে নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা এবং দায়মুক্তি দিয়ে সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।
জুলাই যোদ্ধাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে এমন অভিযোগ তুলে সৌরভ বলেন, 'দায়মুক্তি দিয়ে সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে, যাতে আমাদের বিরুদ্ধে হয়রানি বা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড সংঘটিত হলে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনো ধরনের হয়রানি করা না হয়।'
এ সময় জাতীয় সংসদ ভবন এলাকায় পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি পুলিশ সংস্কারে সুপারিশ বাস্তবায়নের দাবি জানান।
পুলিশ সময় না দিয়ে হঠাৎ আক্রমণ শুরু করে জানিয়ে সৌরভ বলেন, 'ওরা এমন এক ধরনের নির্যাতন প্রক্রিয়া চালিয়েছে যেন আমরা পোকামাকড়।'
'এই নির্যাতনের মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে, তারা এখনো ফ্যাসিবাদকে লালন করে। এখনো এক লাখ ২০ হাজার পুলিশ সার্ভিসে আছে, যারা হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত। হাসিনা যাদের নিয়োগ দিয়েছে, তাদের ডিএনএ টেস্ট করেছে—তার রক্তে আওয়ামী লীগ আছে কি না। তার বংশে কয় পুরুষ পর্যন্ত আওয়ামী লীগ,' যোগ করেন তিনি।
সৌরভ জানান, জুলাই আন্দোলনে আহত শতাধিক মানুষ আজ নতুন করে আহত হয়েছেন।
'এটা আমাদের প্রাপ্য ছিল না। এটা একটা পরিকল্পিত নির্যাতন ছিল। তারা তাদের ভেতরে পুষে রাখা রাগ আমাদের ওপর উগড়ে দিয়েছে। সুতরাং তাদের বিচারের আওতায় আনা অতি জরুরি,' যোগ করেন তিনি।


Comments