বিসিএস পাস করেছেন ভুলে যান, আপনি জনগণের চাকর: ইউএনওদের ইসি আনোয়ারুল

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) উদ্দেশে নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, 'আপনি আমেরিকা থেকে পিএইচডি করে আসছেন, কানাডা থেকে লেখাপড়া করে আসছেন, আপনি বিসিএস পাস করেছেন, ভুলে যান। আপনি জনগণের চাকর। সোজা কথা, সবার সাথে মিশতে হবে।'
আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত এই প্রশিক্ষণের আয়োজন করে ইসি।
ইসি আনোয়ারুল ইসলাম বলেন, 'প্রথম কথা হলো সামনে যে নির্বাচন, এই নির্বাচন নিয়ে কি আমরা খুব ভয় পাচ্ছি? ভয়ের কোনো কারণ নেই। ৫ আগস্ট পরবর্তী সময়ে কিছুদিন প্রশাসন খুব দোদুল্যমান ছিল। খুব কঠিন সময় পার করেছেন আপনারা, কোনো সন্দেহ নেই। এখন মোটামুটিভাবে উপজেলা পর্যায়ের যে সমস্যাগুলো, অনেকটা কাটিয়ে উঠেছেন।'
তিনি বলেন, 'তাহলে আপনাদের (ইউএনও) ভয় নাই। এখনকার পর্যায়ে সবচেয়ে ক্ষমতাবান অফিসার কে? উপজেলা নির্বাহী অফিসার। এটা আপনি চেয়ারে আপনি হয়তো টের পান না।'
এই কমিশনার বলেন, 'আজ আপনাদের অনেকে হয়তোবা মনে করতে পারেন, সামনে কী অবস্থা। আজকের এক পত্রিকায় দেখলাম, তত্ত্বাবধায়ক সরকারের আবহ সৃষ্টির চেষ্টা হচ্ছে। নির্বাচন কমিশন থেকে আপনাদের প্রতি মেসেজ হলো, কোনো ভয় নেই। সঠিক কাজ করবেন, নির্বাচন কমিশন আপনাদের সঙ্গে আছে।'
'কিন্তু উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজ করলে কিন্তু সাংঘাতিক পেরেশানিতে পড়বেন। উদ্দেশ্যমূলকভাবে যদি অন্যায়ভাবে কোনো কাজ হয়ে যায়, কিন্তু ইল ইনটেনশনে যদি আমরা ফিল্ড লেভেলে কোনো সমস্যার সৃষ্টি করি, পার পাবেন না। আর সঠিকভাবে কাজ করার জন্য যা যা লাগে, অর্থায়ন লাগে, সেটাও আপনাকে দেব।'
তিনি বলেন, 'আপনারা তারা, যাদের নেতৃত্ব, যাদের সমন্বয়, যাদের বুদ্ধিমত্তা, যাদের সততা, যাদের নিষ্ঠা, নিরপেক্ষতার ওপর নির্ভর করবে সামগ্রিক নির্বাচনের অবস্থা। ইউএনওর ভূমিকা এমন হবে যে প্রত্যেকেই মনে করবেন, ইউএনও সাহেব আমার লোক। কিন্তু আপনি কিন্তু কারো লোক নন।'
ইসি আনোয়ারুল ইসলাম বলেন, 'সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মান-সম্মান যে ভূলণ্ঠিত হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এর মধ্যে আমিও একজন। সুতরাং আমাদের যে সুযোগটি এসেছে এটি কাজে লাগাতে হবে। কারণ এখন যে সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে কাজ করবে এটি স্বাভাবিক এবং এই সময়ে আপনার সততার নিষ্ঠা দেখানোর সুযোগ।'
নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোটবিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া ১৬ নভেম্বর থেকে শুরু হতে পারে বলে জানান।
পোস্টাল ব্যালট প্রসঙ্গে তিনি বলেন, 'এটাকে আমরা অনলাইনে নিয়ে গিয়েছি। সেই অপ্লিকেশনটা এই মুহূর্তে ট্রায়াল রানে আছে। আশা করছি, নভেম্বর মাসের মাঝামাঝি ১৬ নভেম্বর আমাদের প্রত্যাশা এই অ্যাপ্লিকেশনটা সবার ব্যবহারের জন্য লঞ্চ করে দেব।'
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৩৫ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন বলে জানান তিনি।
নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে এই কমিশনার বলেন, 'এই নির্বাচনকে সামনে রেখে আশা করব নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মুখ্য ভূমিকা পালন করবেন। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, প্রথম অবস্থায় দুই হাজার ৭০০ জন ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করেন। নির্বাচন যখন কাছে চলে আসে, তখন এই সংখ্যাটা গিয়ে তিন হাজারের উপরে উঠে যায়। কিন্তু, কার্যকরীভাবে মাঠপর্যায়ে দেখা যায় অনেকে সময়টা দেন না।'
নির্বাচনকে প্রায়োরিটি হিসেবে নিয়ে দায়িত্ব পালনের আবান জানিয়ে তিনি বলেন, 'এবার যেন আমরা এই নির্বাচনের গুরুত্বটা উপলব্ধি করি। আমাদের সব কাজ থাকলেও এটাকে প্রায়োরিটি কাজ হিসেবে নিয়ে যেন আমাদের দায়িত্বটা পালন করি মাঠ পর্যায়ে, এটা আপিল। প্রশাসন কঠোরভাবে নিরপেক্ষভাবে কাজ করে যাবে এই আবহাওয়াটা তৈরি করতে হবে।'
Comments