প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের যমুনা অভিমুখী পদযাত্রায় পুলিশের বাধা
চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ। তারা নির্বাহী আদেশের মাধ্যমে নিয়োগ ও অন্যান্য সুবিধার দাবিতে এই কর্মসূচি পালন করছিলেন।
আজ শুক্রবার বিকেলে 'চাকরিপ্রার্থী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ' ব্যানারে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের গ্র্যাজুয়েটরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বর থেকে পদযাত্রা শুরু করেন। অনেকেই হাতে প্ল্যাকার্ড, আবার কেউ কেউ ক্র্যাচ ভর করে কর্মসূচিতে অংশ নেন।
পরে পদযাত্রাটি শাহবাগ জাদুঘরের সামনে গেলে পুলিশ বাধা দেয়। পরে তারা সেখানে দুই ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থান কর্মসূচি পালন করেন।
একজন আন্দোলনকারী বলেন, 'আমরা স্নাতক, ভিক্ষুক নই। চাকরি আমাদের অধিকার। আমরা বারবার সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি, কিন্তু আমাদের দাবি শোনা হয়নি।'
বিকেল সাড়ে ৫টার দিকে দ্য ডেইলি স্টারকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।


Comments