২৩ ঘণ্টা পর পুরোপুরি চালু মেট্রোরেল

যানবাহন না পেয়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। ছবি: ফারজানা হক/স্টার

ঢাকার ফার্মগেট এলাকার একটি স্টেশন থেকে বিয়ারিং প্যাড পড়ে পথযাত্রীর মৃত্যুর প্রায় ২৩ ঘণ্টা পর আজ সোমবার সকাল ১১টায় শাহবাগ–আগারগাঁও অংশে মেট্রোরেল চালু হয়েছে। ফলে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরোদমে চালু হলো মেট্রোরেল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেনারেল ম্যানেজার (অপারেশন) ইফতেখার হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল বিকেলে শাহবাগ–মতিঝিল অংশে পুনরায় মেট্রো চলাচল শুরু হয়।

গতকাল সকালে ফার্মগেটের ওই মেট্রো স্টেশন থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মৃত্যু হলে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এদিকে সকালে শাহবাগ–আগারগাঁও অংশে মেটোরেলের ট্রায়াল চলায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। সড়কে তৈরি হয় তীব্র যানজট।

সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মিরপুর ১০, কাজীপাড়া, শেওরাপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় তীব্র যানজট দেখা দেয়।

আগারগাঁওয়ে অনেক যাত্রী যানবাহনের অভাবে সড়কে আটকা পড়েন।

বেসরকারি চাকরিজীবী ফাইরুজ হাসান বলেন, 'পল্লবী থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোতে এলাম। কিন্তু এখন কোনো গাড়ি পাচ্ছি না। অনেক মানুষ এখানে আটকা। আমার অফিস কারওয়ান বাজারে, জানি না কখন পৌঁছাব, হয়তো হেঁটে যেতে হবে হবে।'

আরেক যাত্রী আবদুল্লাহ আমিন বলেন, 'আমার অফিস ফার্মগেটে। মিরপুর-১১ থেকে আসতে দুইটা বাস বদলাতে হয়েছে। দুই ঘণ্টা লেগেছে পৌঁছাতে।'

প্রিয়তা চৌধুরী বলেন, 'আমার বাসা মিরপুর-২ নম্বরে। কারওয়ান বাজারে আসতে দেড় ঘণ্টা লেগেছে। রাস্তা পুরো জ্যামে ভরা।'

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা নওয়ার বলেন, 'সকাল ১১টায় শাহবাগে আমার প্রেজেন্টেশন আছে। ৮টায় বাসা থেকে বের হয়েছি, এখনো শেওড়াপাড়ায় আটকে আছি।'

তেজগাঁওয়ের পোশাককর্মী রফিকুল ইসলাম, 'সাধারণত ৯টার আগেই অফিসে পৌঁছে যাই। আজ ১০টা পেরিয়ে গেছে, এখনো রাস্তায় আছি। কোনো বাস থামছে না, সবগুলোই ভরা।'

Comments

The Daily Star  | English

Over half of private employees say financial stress hurts productivity: study

The Employee Benefit Trends Study also found that 41% of respondents link financial stress to mental health issues

2h ago