বিমানের ইঞ্জিনে বোর্ডিং ব্রিজের ধাক্কা, লন্ডনগামী ফ্লাইট বাতিল

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের ইঞ্জিনের সঙ্গে বোর্ডিং ব্রিজের ধাক্কা লেগেছে। এতে যুক্তরাজ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

আজ বুধবার সকাল ১০টা ২৫ মিনিটের দিকে ২৬২ জন যাত্রী বিমানে ওঠার পর এবং যাত্রার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন হওয়ার ঠিক পরপরই এ ঘটনা ঘটে। বিমানবন্দর পরিচালক হাফিজ আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বোর্ডিং সম্পন্ন হওয়ার পর এবং দরজা বন্ধ করার পর বোর্ডিং ব্রিজটি সরানোর সময় হঠাৎ ইঞ্জিনে ধাক্কা খায়। কোনো ঝুঁকি এড়াতে ইঞ্জিনিয়াররা তাৎক্ষণিকভাবে ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে একটি বিকল্প উড়োজাহাজ পাঠাচ্ছে। দুপুর আড়াইটার দিকে এটি সিলেট পৌঁছে যাত্রীদের নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা দেবে।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago