‘বিনিয়োগ পরিবেশ উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন'

ঢাকায় বিনিয়োগ সমন্বয় কমিটির পঞ্চম সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। ছবি: বাসস
ঢাকায় বিনিয়োগ সমন্বয় কমিটির পঞ্চম সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। ছবি: বাসস

বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার উদ্যোগে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

বিনিয়োগ সমন্বয় কমিটির পঞ্চম সভায় এই তথ্য জানানো হয়। 

রোববার ঢাকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

তিনি বলেন, 'বাস্তবায়ন আর পারস্পরিক জবাবদিহিতা নিশ্চিতের মধ্য দিয়ে আমরা বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে চাই।'

সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ. মনসুর, প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

সভায় জানানো হয়, ১০০ শতাংশ রপ্তানিমুখী প্রতিষ্ঠানের জন্য 'ফ্রি অব চার্জ' আমদানিতে কোটার বিধান বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা দুই সপ্তাহের মধ্যে নীতিতে অন্তর্ভুক্ত হবে।

এই পদক্ষেপে রপ্তানিমুখী শিল্পের ব্যয় কমবে ও প্রতিযোগিতা বাড়বে।

চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে নতুন কনটেইনার ইয়ার্ড নির্মাণ, ঝুঁকি ব্যবস্থাপনা সফ্‌টওয়্যার চালু ও বিপজ্জনক পণ্যের সঠিক ব্যবস্থাপনার উদ্যোগ নেয়া হয়েছে।

বাংলাদেশ বিজনেস পোর্টালের দ্বিতীয় ধাপ ডিসেম্বরের মধ্যে চালুর কথা রয়েছে, যাতে ২৯টি সরকারি সেবা এক প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

বন্দরের আশপাশের শাখায় রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) চালু করেছে বাংলাদেশ ব্যাংক এবং ২৪ ঘণ্টা সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি, ব্যবসায় লাইসেন্স নবায়নের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করা হয়েছে।

বিডা এখন মাসিকভাবে সব বিনিয়োগ সংস্থার প্রকল্প তথ্য সংগ্রহ করছে, যাতে বিনিয়োগ প্রবণতা ও বাস্তবায়নের অগ্রগতি বিশ্লেষণ করা যায়।

ডিসেম্বরে বিডা, পরিবেশ অধিদপ্তর ও বন অধিদপ্তর যৌথভাবে কার্বন বাণিজ্য ও টেকসই বিনিয়োগবিষয়ক কর্মশালা আয়োজন করা হবে।

 

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

15h ago