রাতে কৃষকের ৩০০ পেয়ারা গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় জালাল উদ্দিন নামে এক কৃষকের প্রায় ৩০০টি উচ্চ ফলনশীল পেয়ারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। 

গতকাল রোববার রাতে উপজেলার হরিহরনগর গ্রামে এ ঘটনা ঘটে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, হরিহরনগর গ্রামের কৃষক জালাল উদ্দিন দুই বছর আগে ২৫ কাঠা জমিতে প্রায় ৩০০টি পেয়ারা চারা রোপণ করেছিলেন। পরিচর্যার পর বাগানে সবেমাত্র ফল ধরতে শুরু করেছে। রাতের অন্ধকারে অজ্ঞাত দুর্বৃত্তরা পেয়ারা বাগানে ঢুকে সমস্ত গাছ কেটে ফেলে।

জালাল উদ্দিন জানান, তিনি বাগানটি করতে প্রায় দেড় লাখ টাকা বিনিয়োগ করেন। এই মৌসুমে তিন লাখ টাকার পেয়ারার ফলন আশা করছিলেন তিনি। 'আমি আশা করেছিলাম এই বছর ভালো লাভ হবে, কিন্তু তারা রাতারাতি সবকিছু ধ্বংস করে দিয়েছে।'

তার অভিযোগ, স্থানীয়  আলমগীর নামে এক ব্যক্তি রাজনৈতিক প্রভাব ও ভয় দেখিয়ে তার জমি দখলের চেষ্টা করছেন। তিনি অনেকবার হুমকিও দিয়েছেন।  কৃষক জালাল উদ্দিন তার পেয়ারা গাছ কাটায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 'আমরা বিষয়টি তদন্ত করছি, এবং তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

10h ago