জাকির নায়েককে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়ার দাবি

জাকির নায়েক। ছবি: সংগৃহীত

ইসলামিক বক্তা জাকির নায়েককে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি উপাধিতে ভূষিত করার দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্যের (প্রশাসন) কাছে স্মারকলিপি দিয়েছে একদল শিক্ষার্থী।

আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আরবি বিভাগের শিক্ষার্থী রিয়াদুল ইসলাম।

শিক্ষার্থীরা বলেন, জাকির নায়েককে সম্মানসূচক ডিগ্রি দিতে হবে ইসলামি জ্ঞান, যুক্তিবাদ ও মানবতার বার্তাকে সম্মান জানাতে। এটি হবে ঐতিহাসিক পদক্ষেপ, যা একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক খ্যাতি ও ভাবমূর্তি বৃদ্ধি করবে।

তারা আরও বলেন, আমরা বিশ্বাস করি, আপনাদের সদয় বিবেচনায় এই মহৎ ও সময়োপযোগী প্রস্তাব বাস্তবায়িত হবে এবং বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক সুনাম-মর্যাদা বহুগুণে বাড়বে।

জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসতে পারেন। দুই দিনের সফরে এসে তিনি একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

জাকির নায়েক ভারতের নাগরিক। ২০১৬ সালে নিজ দেশ ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি। সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন। ভারতে জাকির নায়েকের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো এবং অর্থ পাচারের অভিযোগে মামলা রয়েছে।

 

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

15h ago