চট্টগ্রামে দিনব্যাপী মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিট

দেশের বাইরের স্বাস্থ্যসেবা ও মেডিকেল ট্যুরিজমকে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে বন্দর নগরী চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিট।

চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরাম (সিএমটিএফ) এটি আয়োজন করছে। আগামী ১৪ নভেম্বর দ্য পেনিনসুলা চট্টগ্রাম হোটেলে দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবে সিএমটিএফের ৩৪টি সদস্য প্রতিষ্ঠান।

আজ বুধবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিএমটিএফের আহ্বায়ক মো. আব্দুল আলিম, সদস্য সচিব দাঊদ আরমান এবং সদস্য আলাউদ্দিন মানিক।

দেশের মানুষকে ভারত, থাইল্যান্ড, চীনসহ এশিয়ার বিভিন্ন দেশের হাসপাতালের স্বাস্থ্যসেবা সম্পর্কে ধারণা দেওয়া সামিটের লক্ষ্য। এ ছাড়া বিদেশে চিকিৎসা নিতে গিয়ে রোগীদের দালালচক্রের হাত থেকে রক্ষার উপায় ও ঝামেলামুক্ত সেবা নিশ্চিতের প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া যাবে সামিট থেকে।

সামিটে অংশ নেবে চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত ও বাংলাদেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, মেডিকেল ভ্যালু ট্রাভেল ফ্যাসিলিটেটর, কর্পোরেট প্রতিনিধি, ট্রাভেল এজেন্সি, ব্যাংক, মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানসহ বিভিন্ন আন্তর্জাতিক সহযোগী সংস্থা।

সংবাদ সংবাদ সম্মেলনে সিএমটিএফের সদস্য সচিব দাঊদ আরমান বলেন, 'ভারতে গিয়ে অনেক রোগী প্রতারণার শিকার হচ্ছেন। তারা জানেন না কোন হাসপাতালে গেলে কীভাবে এবং কত দিনের মধ্যে চিকিৎসা পাওয়া যাবে, বা কোন চিকিৎসক কোন রোগের বিশেষজ্ঞ। দালাল চক্রের খপ্পড়ে পড়ে অনেকেই ব্যয়বহুল চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। আবার অনেকেই ভালো চিকিৎসা পাচ্ছেন না। আমাদের লক্ষ্য—কোনো রোগী যেন বিদেশে গিয়ে হয়রানির শিকার না হন।'

'আমরা রোগীর চিকিৎসা সময়সূচি, থাকা-খাওয়া, স্থানীয় হাসপাতালের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়—সবকিছু একটি একক প্ল্যাটফর্মে এনেছি, যাতে বিদেশে গিয়ে রোগীরা অসহায় অবস্থায় না পড়েন', যোগ করেন দাউদ।

ভারতের এইচসিজি ক্যান্সার সেন্টার, ইন্দিরা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি সেন্টার, এসএল রাহেজা হাসপাতাল, চীনের বেইজিং জিংদু চিলড্রেনস হাসপাতাল, বাংলাদেশের চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ও থাইল্যান্ডের কয়েকটি হাসপাতাল সামিটে সরাসরি অংশগ্রহণ করবে।

এছাড়া সবার জন্য উন্মুক্ত সামিটটিতে বাংলাদেশি ও বিদেশি চিকিৎসকদের যৌথ সেশন অনুষ্ঠিত হবে। যেখানে চিকিৎসা ও সহযোগিতা বিষয়ক নানা দিক তুলে ধরা হবে। সামিটটি আয়োজনে সহায়তা করছে বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশন।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

10h ago