সংগীত শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে ‘উদীচী থেকে যমুনা’ গানের মিছিল

গানের মিছিলে সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। ছবি: পলাশ/স্টার

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদে রাজধানীতে গানের মিছিল করেছে সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

আজ রোববার বিকেলে তোপখানা রোডে অবস্থিত উদীচীর কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে মিছিলটি রওনা হয়।

এর আগে কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন উদীচীর সংগঠকরা।

সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক রহমান মফিজ বলেন, 'জুলাই সনদ ঘোষণার দিন প্রধান উপদেষ্টা বলেছেন এই সনদের মাধ্যমে আমরা বর্বরতা থেকে সভ্যতার দিকে যাচ্ছি। কিন্তু আমি বলব, একই সময় প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে সরকার উল্টো দেশকে বর্বরতার দিকে নিয়ে যাচ্ছে।'

সাম্প্রদায়িক শক্তির চাপে মাথা নত করে সরকারের নেওয়া এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন উদীচীর সাংগঠনিক সম্পাদক আরিফ নূর। তিনি বলেন, 'আজ তাদের দাবিতে সংগীত শিক্ষক নিয়োগ বন্ধ করা হলো। কাল জাতীয় সংগীত নিষিদ্ধের দাবি উঠবে।'

কাজী নজরুল ইসলামের 'কারার ওই লৌহ কপাট' গান দিয়ে শুরু হওয়া মিছিলটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে এলে বাধা দেয় পুলিশ।

পুলিশের বাধার পরও কিছুদূর এগিয়ে সেগুনবাগিচার ওয়াইএমডব্লিউসিএর কার্যালয়ের সামনে এসে 'উদীচী থেকে যমুনা' শীর্ষক মিছিল ও কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেয় সংগঠনটি।
 

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

18h ago