আমিনবাজার ও আশুলিয়ায় পুলিশের চেকপোস্টে তল্লাশি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা 'লকডাউন' কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
সকাল থেকে রাজধানীতে প্রবেশের প্রধান দুটি পথ আমিনবাজার ও আশুলিয়া বাজার এলাকা সহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
সাভার সহ আশপাশের এলাকায়, বিশেষ করে ঢাকা-আরিচা মহাসড়কে গণপরিবহন ও যাত্রী চলাচল স্বাভাবিকের তুলনায় আজ অনেকটাই কম দেখা গেছে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ ডেইলি স্টারকে বলেন, 'রাস্তায় ব্যক্তিগত গাড়ির চলাচল স্বাভাবিক থাকলেও গণপরিবহন ও দূরপাল্লার যানবাহন কিছুটা কম চলছে। যাত্রীও অন্যদিনের তুলনায় অনেকটা কম।' তবে বেলা বাড়লে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আমিনবাজার এলাকায় স্থাপিত একটি চেকপোস্টে গিয়ে দেখা গেছে, পুলিশ সদস্যরা ঢাকা অভিমুখী ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী বিভিন্ন গণপরিবহন, বিশেষ করে মাইক্রোবাস ও মোটরসাইকেলে তল্লাশি চালাচ্ছেন।
আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) ফয়সাল আলম জানান, 'আমরা গতকাল থেকেই জন নিরাপত্তার জন্য আমরা নিয়মিত চেকপোস্ট বসিয়ে কার্যক্রম চালাচ্ছি। তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি। যান চলাচল স্বাভাবিকের তুলনায় কিছুটা কম।'
আশুলিয়া থানার সেকেন্ড অফিসার সাইফুল ইসলাম জানান, লকডাউন কর্মসূচি প্রতিরোধে আশুলিয়া থানা এলাকার পাঁচটি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। এর মধ্যে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের অন্তর্গত আশুলিয়া বাজার এলাকাও রয়েছে। রাতে অভিযান চালিয়ে মোট ১১ জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।


Comments