২০-২১ নভেম্বর রাঙ্গামাটিতে হরতালের ডাক

সংবাদ সম্মেলন করে রাঙ্গামাটিতে হরতালের ডাক। ছবি: সংগৃহীত

রাঙ্গামাটি জেলা পরিষদে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোটা বৈষম্যের অভিযোগ এনে আগামী বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে 'কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা'।

আজ বুধবার বিকেলে বনরূপা শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে ইব্রাহিম রুবেল, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের নেতা রাকিব হাসান, শিক্ষার্থী নুরুল আলম, রুবেল হোসেন, রেজাউল করিম রাজু ও ইমাম হোসাইন বক্তব্য রাখেন।

তাদের অভিযোগ, জেলা পরিষদের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো কোটা উল্লেখ নেই এবং শূন্য পদের সংখ্যাও স্পষ্ট করা হয়নি। সরকার নির্ধারিত ৭ শতাংশ কোটা বিধান উপেক্ষা করে ৭০ শতাংশ উপজাতি ও ৩০ শতাংশ বাঙালি কোটা অনুযায়ী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যা তারা বৈষম্যমূলক বলে দাবি করেন। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগের দাবি করেন তারা।

হরতাল চলাকালীন রাঙ্গামাটি জেলা শহরের সব সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানানো হয়। তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন হরতালের আওতার বাইরে থাকবে।

রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'হরতালের কথা শুনেছি। তারা তাদের মতো করবে, আমরা আমাদের কাজ চালিয়ে যাব।'

১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী সরকারের ২৮টি বিভাগ জেলা পরিষদের মাধ্যমে পরিচালিত হয়, যার মধ্যে প্রাথমিক শিক্ষা বিভাগও রয়েছে। আগামী ২১ নভেম্বর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে প্রায় ৭ হাজার প্রার্থী অংশ নেবেন।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

6h ago