জিটিসিএলের ৩১তম বার্ষিক সাধারণ সভা

ছবি: সংগৃহীত

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকার শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকায় কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জিটিসিএল পরিচালক পর্ষদের চেয়ারম্যান ড. মো. হাফিজুর রহমান ভূঞা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমানসহ কোম্পানির পরিচালক এবং শেয়ারহোল্ডাররা।

সভায় কোম্পানির ২০২৩-২০২৪ অর্থবছরের নিরীক্ষিত হিসাব ও ব্যবস্থাপনা প্রতিবেদন অনুমোদিত হয়। কোম্পানিটি ২০২৩-২০২৪ অর্থবছরে ছয়টি গ্যাস বিতরণ কোম্পানিকে জিটিসিএল কর্তৃক পরিচালিত জাতীয় গ্যাস গ্রিডের মাধ্যমে দুই হাজার ১৫৯ দশমিক ৭৮ কোটি ঘনমিটার গ্যাস, কনডেনসেট পাইপলাইনের মাধ্যমে ১৮ দশমিক ২৪ কোটি লিটার কনডেনসেট পরিবহন করে দুই হাজার ২১৯ দশমিক ৭৮ কোটি টাকা এবং অন্যান্য আয় বাবদ সাত দশমিক ৩৯ কোটি টাকাসহ মোট দুই হাজার ২২৭ দশমিক ১৭ কোটি টাকা রাজস্ব আয় করেছে। আলোচ্য অর্থবছরে কোম্পানি কর্তৃক মোট ৬৮৬ দশমিক শূন্য চার কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago