ফেসবুকে ছড়ানো ভিডিও নিয়ে আলী রীয়াজের প্রতিবাদ
সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন ভিডিও ছড়ানোর অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।
এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মঙ্গলবার থেকে এক নারী এ ধরনের ভিডিও প্রচার করছেন, যা তার চরিত্রহননের অপচেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনা করছে।
অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, ভিডিওটি প্রচারকারী নারীকে তিনি চেনেন না। তার সঙ্গে যোগাযোগ বা সম্পর্ক থাকার যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, 'এ ধরনের অসত্য বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে।'
এ ধরনের বক্তব্য অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি সতর্ক করে বলেন, 'মানহানিকর, আপত্তিকর ও চরিত্রহননের এই প্রচারণা অব্যাহত থাকলে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব।'


Comments