ডিএনসিসি প্রশাসক এজাজের বিরুদ্ধে দুর্নীতি-ঘুষের অভিযোগের অনুসন্ধান শুরু

মোহাম্মদ এজাজ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি: স্টার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগের প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান শুরু হয়েছে বলে দুদক পরিচালক ইশিতা রনির সই করা এক চিঠিতে জানানো হয়।

দুদকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, বিভিন্ন অভিযোগ পাওয়ার পর কমিশন এজাজের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। 

কমিশনের তদন্ত-১ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং অনুসন্ধান কার্যক্রম সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।

যোগাযোগ করা হলে মোহাম্মদ এজাজ রাত সাড়ে ৯টার দিকে দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখন পর্যন্ত কোনো অফিসিয়াল চিঠি পাইনি তদন্তের বিষয়ে। তবে, আমি এটাকে স্বাগত জানাই। তদন্ত চলাকালে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।'

'আমি মনে করি দুদকের মতো প্রতিষ্ঠান যেকোনো বিষয়ে যেকোনো সময়ে তদন্ত করতে পারে। আমরা পুরো সিটি করপোরেশন তাদের সহযোগিতা করব,' বলেন তিনি।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার মোহাম্মদ এজাজকে এক বছরের জন্য ডিএনসিসির প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।

এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচিবালয়ে সাংবাদিকদের বলেন, দুদক কোনো অনিয়মের প্রমাণ পেলে সরকার ব্যবস্থা নেবে।

তিনি বলেন, 'যদি কোনো অনিয়ম থাকে। দুদকের তদন্ত করার পূর্ণ ক্ষমতা আছে। তারা যদি কিছু পায়, আমাদের জানাবে, আর আমরা সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেব।'

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

10h ago