সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার সময় আটক ৭

আটক জেলেরা। ছবি: স্টার

সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় ঢুকে মাছ ও কাঁকড়া ধরার অভিযোগে সাত জেলেকে আটক করেছে বন বিভাগ।

আজ রোববার দুপুর ১২টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য মান্দারবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। দ্য ডেইলি এ তথ্য নিশ্চিত করেছেন পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা ফজলুল হক।

আটকরা হলেন—বাগেরহাট জেলার মংলা উপজেলার উলবুনিয়া গ্রামের বাসিন্দা মো. মহসিন শেখ (৪০), একই গ্রামের মো. মোশারফ শেখ (৪০), ইব্রাহিম শেখ (৩০), মো. ইয়ামিন মোসাল্লি (১৮), দক্ষিণ হলদিবুনিয়া গ্রামের মো. একরাম শেখ (২৪), চাঁদপাই গ্রামের মো. শওকত আলী ফকির (৫৫) ও আন্ধারিয়া গ্রামের মো. সাফারাত ফকির (৪৫)।

রেঞ্জ কর্মকর্তা ফজলুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, অভয়ারণ্য মান্দারবাড়িয়া এলাকায় ঢুকে একদল জেলে মাছ ও কাঁকড়া ধরছেন। পরে অভিযান চালিয়ে সাত জেলেকে আটক করা হয়। এ সময় তাদের ইঞ্জিনচালিত নৌকাসহ মাছ শিকারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় মান্দারবাড়িয়া টহল ক্যাম্পের বনপ্রহরী সিকদার মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলা করেছেন। সাত জেলেকে সাতক্ষীরা আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

4h ago