জাতিসংঘ মহাসচিবের বিশেষজ্ঞ প্যানেলে নিয়োগ পেলেন ফাহমিদা খাতুন
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন জাতিসংঘের 'মাল্টিডাইমেনশনাল ভালনারেবিলিটি ইনডেক্স' (এমভিআই) বা বহুমাত্রিক ঝুঁকি সূচকবিষয়ক স্বাধীন বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ফাহমিদা খাতুনকে এই পদে নিয়োগ দিয়েছেন।
আজ বুধবার ফাহমিদা খাতুনের কর্মস্থল সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ সদস্যের এই প্যানেলের বিশেষজ্ঞরা নিজস্ব সক্ষমতায় দায়িত্ব পালন করবেন। ফাহমিদা খাতুনের এই নিয়োগ বৈশ্বিক উন্নয়ন আলোচনায় বাংলাদেশের অবদানের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮/৩২২ প্রস্তাব অনুযায়ী, প্যানেলটি প্রতি তিন বছর পর এমভিআই পর্যালোচনা করবে। পাশাপাশি পদ্ধতিগত উন্নয়নের সুপারিশ এবং উন্নয়নশীল দেশগুলোর ঝুঁকি হ্রাস ও সক্ষমতা বৃদ্ধির অগ্রগতি পর্যবেক্ষণ করবে।
উল্লেখ্য, ড. ফাহমিদা খাতুন বর্তমানে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও ব্র্যাকের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) প্রডাক্টিভ ক্যাপাসিটিস ইনডেক্সবিষয়ক উচ্চপর্যায়ের উপদেষ্টা বোর্ডেরও সদস্য।


Comments