রাখাইনে হাসপাতালে বিমান হামলার নিন্দা বাংলাদেশের

বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে রাখাইনের মরাউক-ইউ শহরের জেনারেল হাসপাতাল। ছবি: এএফপি

মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে সম্প্রতি বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে রাখাইনে সহিংসতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানানো হয়েছে।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার রাতে বিমান হামলায় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রিত একটি হাসপাতাল ধ্বংস হয়ে যায়। এতে অন্তত ৩৪ জন রোগী ও চিকিৎসাকর্মী নিহত হন। আহত হন আরও অন্তত ৮০ জন। রাখাইনের মরাউক-ইউ শহরের জেনারেল হাসপাতালে এই হামলা চালানো হয়।

তবে মিয়ানমারের সামরিক বাহিনী ওই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। জান্তা সরকার দীর্ঘদিন ধরেই দেশটির জাতিগত বিদ্রোহী গোষ্ঠী ও সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বেসামরিক নাগরিক ও স্থাপনার সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। রোহিঙ্গা ও রাখাইন সম্প্রদায়সহ সব জনগোষ্ঠীকে সহিংসতা থেকে রক্ষার ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

11h ago