বিজয় দিবসে ঢাকার দেয়ালে ফিরে এলো সুবোধ

আগারগাঁওয়ের দেয়ালে সুবোধের নতুন গ্রাফিতি। ছবি: ইউএনবি

ঢাকার আগারগাঁও এলাকার একটি দেয়ালে নীরবে আবির্ভূত হয়েছে আইকনিক সুবোধ সিরিজের নতুন একটি গ্রাফিতি।

এর সময় নির্বাচন মোটেও কাকতালীয় বলে মনে হয় না। বিজয় দিবসে বাংলাদেশ যখন তার রক্তঝরা স্বাধীনতাকে স্মরণ করছে, তখন সুবোধের প্রত্যাবর্তন অতীত ও বর্তমানের মধ্যকার এক অসমাপ্ত সংলাপকে নতুন করে ভাবনার কেন্দ্রে এনেছে। স্থান নির্বাচনও অর্থবহ, ২০১৭ সালে সুবোধের প্রথম আবির্ভাব ঘটেছিল এই আগারগাঁওয়েই।

ছবি: ইউএনবি

সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে দেখা গিয়েছিল সুবোধকে। আগারগাঁওয়ে তার এই পুনরাবির্ভাব যেন একটি পূর্ণচক্র সম্পন্ন করল, সিরিজটির শুরুর সঙ্গে বর্তমান মুহূর্তকে আবারও যুক্ত করল।

সর্বশেষ এই ম্যুরালে সুবোধকে দেখা যাচ্ছে শিল্পের সৈনিক হিসেবে। তার অস্ত্র কোনো রাইফেল নয়, বরং তুলি ও স্প্রে ক্যানের একটি গুচ্ছ। বাংলাদেশের পতাকা হাতে থাকা এক ছোট মেয়ের সামনে তিনি স্নিগ্ধভাবে নতজানু হয়ে তার কপালে চুমু দিচ্ছেন, যা সুরক্ষা ও আশার এক কোমল প্রতীক। তার সামরিক হেলমেটটি আলতোভাবে রাখা মেয়েটির মাথায়।

ছবি: ইউএনবি

এই চিত্রটি সৈনিকের পরিচিত প্রতীককে রূপ দিয়েছে এক গভীর মানবিক সত্তায়, একজন শিল্পী, এক অভিভাবক, এক নীরব সাক্ষী হিসেবে। এটি সুবোধ সিরিজের একটি পুনরাবৃত্ত ভাবনাকেই আরও দৃঢ় করে তোলে, সহিংসতার বদলে সহমর্মিতা, সৃজনশীলতা ও যত্নের মাধ্যমে প্রতিরোধ।

সর্বশেষ এই আবির্ভাবের মধ্য দিয়ে 'হবে কি?' আবারও দেয়ালকে কথা বলতে দিলো, সেই দিনে—যখন জাতি স্মরণ করে স্বাধীনতার মূল্য কতটা চড়া এবং কোন কোন মূল্যবোধকে আজও রক্ষা করে যেতে হবে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

9h ago