ঢাকায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

ঢাকায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

গতকাল বৃহস্পতিবার রাতে প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগের পর আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে তোপখানা রোডে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয়া হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আমরা জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।'

আগুন লাগার ৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় বলে দাবি করেছেন দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার। 

তিনি বলেন, 'পরে আরও ৩টি ইউনিট যুক্ত হয় আগুন নেভানোর কাজে। আধাঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন।'

আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে এবং পুলিশের প্রাথমিক তথ্যেও এর প্রমাণ আছে বলে জানান রোজিনা। 

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উদীচী কেন্দ্রীয় কমিটির (একাংশ) সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে ডেইলি স্টারকে বলেন, 'এর আগে প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। উদীচী অফিসে আগুনের ঘটনা একই ধারাবাহিকতার অংশ।'

Comments