স্যার ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
বিশ্বের অন্যতম শীর্ষ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ২০ ডিসেম্বর। ২০১৯ সালের এই দিনে রাজধানীর একটি হাসপাতালে ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।
স্যার ফজলে হাসান আবেদ ১৯৩৬ সালের ২৭ এপ্রিল সিলেটের হবিগঞ্জ মহকুমার বানিয়াচং গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি লন্ডনে অ্যাকাউন্টিং বিষয়ে পড়ালেখা করেন। ১৯৬২ সালে 'কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট' হিসেবে উত্তীর্ণ হন। পাকিস্তান শেল অয়েল কোম্পানিতে সিনিয়র করপোরেট এক্সিকিউটিভ পদে কর্মরত থাকাকালে ১৯৭০ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও একাত্তরের মুক্তিযুদ্ধ তার জীবনের মোড় সম্পূর্ণরূপে ঘুরিয়ে দেয়।
মুক্তিযুদ্ধের সময় তিনি চাকরি ছেড়ে লন্ডনে চলে যান। সেখানে তিনি মুক্তিযুদ্ধের সমর্থনে 'অ্যাকশন বাংলাদেশ' ও 'হেলপ বাংলাদেশ' নামে দুটি সংগঠন প্রতিষ্ঠা করেন।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপর ১৯৭২ সালে স্যার আবেদ দেশে ফিরে আসেন এবং যুদ্ধবিধ্বস্ত দেশে ভারত-প্রত্যাগত শরণার্থীদের জরুরি ত্রাণ ও পুনর্বাসন কাজে আত্মনিয়োগ করেন। এ লক্ষ্যে ৩৬ বছর বয়সে তিনি ব্র্যাক প্রতিষ্ঠা করে সুনামগঞ্জের প্রত্যন্ত শাল্লা এলাকায় ফিরে আসা শরণার্থীদের নিয়ে আর্থসামাজিক উন্নয়ন কার্যক্রম শুরু করেন।
পরবর্তীতে অন্য প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যেও কর্মসূচি সম্প্রসারিত করে ব্র্যাক। সেইসঙ্গে এই সংস্থাটির মাধ্যমে কুটিরশিল্প, ক্ষুদ্রঋণ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, মানবাধিকার, সড়ক নিরাপত্তা, অভিবাসন এবং নগর উন্নয়নের ওপর ভিত্তি করে দীর্ঘমেয়াদি কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়েছে।
গত ৫২ বছরে এটি মানব উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী কর্মসূচি ও সামাজিক উদ্যোগের একটি সমন্বিত ব্যবস্থায় রূপ নিয়েছে। বর্তমানে ব্র্যাক এশিয়া ও আফ্রিকার ১৪টি দেশে ১৪ কোটি ৫০ লাখেরও বেশি মানুষের কাছে পৌঁছেছে, দারিদ্র্যের চক্র ভাঙতে এবং মর্যাদাপূর্ণ ও টেকসই জীবন গড়ে তুলতে সহায়তা করছে।
স্যার ফজলে হাসান আবেদের উত্তরাধিকার আজও ব্র্যাকের পথচলার দিশা হিসেবে কাজ করছে—এই দৃঢ় বিশ্বাস যে, পরিস্থিতি যাই হোক না কেন, প্রতিটি মানুষের মধ্যেই অসীম সম্ভাবনা রয়েছে এবং যথাযথ সহায়তা পেলে তারা নিজের ভবিষ্যৎ নিজেরাই গড়ে নিতে পারে।
সমাজসেবায় গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ফজলে হাসান আবেদকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কারে (মরণোত্তর) ভূষিত করা হয়।
এ ছাড়া সামাজিক ক্ষেত্রে অনন্যসাধারণ অবদানের জন্য স্যার ফজলে হাসান আবেদ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। তার উল্লেখযোগ্য পুরস্কারগুলোর মধ্যে রয়েছে—শিক্ষা উন্নয়নে বিশ্বের সর্বোচ্চ পুরস্কার ইদান প্রাইজ (২০১৯), নেদারল্যান্ডসের রাজা কর্তৃক রয়াল নাইটহুড উপাধি (২০১৯), লেগো অ্যাওয়ার্ড (২০১৮), লাউদাতে সি' অ্যাওয়ার্ড (২০১৭), হোসে এডগারডো ক্যাম্পোস কোলাবোরেটিভ লিডারশিপ অ্যাওয়ার্ড (২০১৬), টমাস ফ্রান্সিস জুনিয়র মেডেল অব গ্লোবাল পাবলিক হেলথ পুরস্কার (২০১৬), ওয়ার্ল্ড ফুড প্রাইজ (২০১৫), ট্রাস্ট উইমেন হিরো অ্যাওয়ার্ড (২০১৪), অর্ডার অব সিভিল মেরিট (অর্ডেন ডেল মেরিটো সিভিল ২০১৪), লেভ তলস্তয় স্বর্ণপদক (২০১৪), ওপেন সোসাইটি প্রাইজ (২০১৩), শিক্ষার জন্য ওয়াইজ প্রাইজ (২০১১), আন্ট্রপ্রেনর ফর দ্য ওয়ার্ল্ড (২০০৯), ডেভিড রকফেলার ব্রিজিং লিডারশিপ অ্যাওয়ার্ড (২০০৮), ক্লিনটন গ্লোবাল সিটিজেনশিপ অ্যাওয়ার্ড (২০০৭), হেনরি আর. ক্রাভিস প্রাইজ ইন লিডারশিপ (২০০৭), দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক উন্নয়নে অবদানের জন্য পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কর্তৃক আজীবন সম্মাননা (২০০৭), মানব উন্নয়নে অসামান্য অবদানের জন্য ইউএনডিপি মাহবুবুল হক অ্যাওয়ার্ড (২০০৪), গেটস অ্যাওয়ার্ড ফর গ্লোবাল হেলথ (২০০৪), গ্লেইটসম্যান ফাউন্ডেশন পুরস্কার (২০০৩), দ্য শোয়াব ফাউন্ডেশন সোশ্যাল আন্ট্রপ্রেনরশিপ অ্যাওয়ার্ড (২০০৩), উলফেনসন গোল্ড মেডেল (২০০১), ইন্টারঅ্যাকশন হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড (১৯৯৮)।
'অশোকা' ফজলে হাসান আবেদকে অন্যতম 'গ্লোবাল গ্রেট' স্বীকৃতিতে ভূষিত করেছে। তিনি এই প্রতিষ্ঠানের 'গ্লোবাল একাডেমি ফর সোশ্যাল আন্ট্রপ্রেনরশিপ'-এর প্রতিষ্ঠাতা সদস্য। বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ে দারিদ্র্য হ্রাসে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ ক্রাউন ২০০৯ সালে তাকে দ্য মোস্ট ডিস্টিংগুইশড অর্ডার অব সেন্ট মাইকেল অ্যান্ড সেন্ট জর্জ উপাধিতে ভূষিত করেন। ২০১০ সালে স্বল্পোন্নত দেশগুলোর সহায়তা বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য জাতিসংঘের 'গ্লোবাল ফিগারস' তালিকায় 'ইমিনেন্ট পারসন' হিসেবে ফজলে হাসান আবেদকে অন্তর্ভুক্ত করা হয়। ২০১৪ ও ২০১৭ সালে ফোর্বস ম্যাগাজিন তাকে বিশ্বের শীর্ষ ৫০ নেতার তালিকায় স্থান দেয়।
স্যার ফজলে হাসান আবেদ বহু সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে 'ডক্টর অব লজ' (২০১৪), যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে 'ডক্টর অব লেটার্স' (২০০৯), মার্কিন যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে 'ডক্টর অব লজ' (২০০৮) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি থেকে 'ডক্টরেট অব হিউমেন লেটার্স' (২০০৭) উল্লেখযোগ্য।


Comments