উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে সাইবার সুরক্ষা এজেন্সির চিঠি

চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককে সহিংসতায় উসকানি দেওয়া কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে চিঠি দিয়েছে  জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)। গতকাল শুক্রবার এ চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, গণতান্ত্রিক রূপান্তরের পথে থাকা বাংলাদেশে মেটার প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে সহিংসতা উসকে দেওয়া হচ্ছে, যা উত্তেজনা আরও বাড়িয়েছে এবং বাস্তব সহিংসতার জন্ম দিয়েছে। এর মধ্যে রয়েছে সাম্প্রতিক সময়ে গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শরিফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যু এবং বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর হামলা।

এতে আরও বলা হয়, আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রকাশ্যে এই মৃত্যুকে সমর্থন জানিয়েছেন এবং অন্যরা গণমাধ্যম প্রতিষ্ঠান ও সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানিয়েছেন। এসব বক্তব্য ছড়ানোর পরপর প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর মারাত্মক হুমকি তৈরি হয়। সরকার ও নাগরিক সমাজের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হলেও সহিংসতা উসকে দেওয়া অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করতে মেটা সহযোগিতা করেনি। 

চিঠিতে আরও বলা হয়, সহিংসতা উসকে দেওয়া কনটেন্টের অনিয়ন্ত্রিত প্রচার জাতীয় স্থিতিশীলতা, সামাজিক সম্প্রীতি, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবন ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। এ প্রেক্ষাপটে মেটার ভূমিকা কেবল প্রযুক্তিগত নয়; এটি একটি জনস্বার্থসংশ্লিষ্ট দায়িত্ব। 

চিঠির সঙ্গে কিছু ফেসবুক পোস্টের তালিকা সংযুক্ত করা হয়েছে। যেগুলো সরাসরি বা পরোক্ষভাবে সহিংসতা ও দলবদ্ধ হামলার আহ্বান জানায়। 

এছাড়া পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় কয়েকটি বিষয়ে মেটাকে ব্যবস্থা নিতে চিঠিতে আহ্বান জানানো হয়েছে। 

এগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ–সংক্রান্ত কনটেন্টের ক্ষেত্রে কমিউনিটি স্ট্যান্ডার্ড আরও কঠোর, দ্রুত ও প্রেক্ষাপট সংবেদনশীলভাবে প্রয়োগ করা, বাংলা ভাষাভিত্তিক কনটেন্ট মডারেশন করা, অনুভূতি বিশ্লেষণ ও প্রাসঙ্গিক পর্যালোচনা জোরদার করা এবং সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন বা সংগঠিত ক্ষতির আহ্বান জানানো কনটেন্টের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিশ্চিত করা এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হওয়া পর্যন্ত বাংলাদেশ–সংক্রান্ত কনটেন্টগুলোর ওপর বিশেষ নজর রাখা।

Comments

The Daily Star  | English

Ocean of mourners gather to pay tribute to Khaleda Zia

Crowds spilled over into surrounding areas, with large gatherings seen in Farmgate, Karwan Bazar and nearby localities

2h ago