১৮৫ বছর পূর্তিতে ফরিদপুর জিলা স্কুলের দুই দিনের উৎসব
১৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার থেকে দুই দিনব্যাপী উৎসব ও পুনর্মিলনীর আয়োজন করেছে ফরিদপুর জিলা স্কুল।
আগামীকাল উৎসবের সকালে জাতীয় পতাকা ও প্রতিষ্ঠাবার্ষিকীর পতাকা উত্তোলনের মাধ্যমে দুই দিনের এ অনুষ্ঠান শুরু হবে। এরপর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, শপথ গ্রহণ এবং বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হবে। ব্যানার, ফেস্টুন ও সুসজ্জিত ঘোড়ার গাড়িসহ র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।
শুক্রবার রাতে র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের লাইভ পরিবেশনার মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটবে।
১৮৪০ সালে প্রতিষ্ঠিত ফরিদপুর জিলা স্কুল ব্রিটিশ শাসনামলে সরকারি উদ্যোগে গড়ে ওঠা হাতে গোনা কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের একটি। ১৮৫ বছরের দীর্ঘ পথচলায় এ স্কুলটি এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি, সামাজিক আন্দোলন ও সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সময়ের পরিক্রমায় স্কুলটি তার ঐতিহ্য ও মর্যাদা অটুট রেখে আজও এলাকার অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বতন্ত্র পরিচয় ধরে রেখেছে।
উৎসব সফল করতে '১৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও পুনর্মিলনী কমিটি' গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মোস্তাফিজুর রহমান শামীম এবং সদস্য সচিব হিসেবে আছেন ওয়াহিদ মিয়া কুটি। এছাড়া সফল আয়োজন সম্পন্ন করতে আরও ২০টি উপকমিটি গঠন করা হয়েছে।
উদযাপন কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শামীম দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই উৎসবের মাধ্যমে স্কুলের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা এবং নতুন প্রজন্মের কাছে সেই গৌরবময় উত্তরাধিকার পরিচয় করিয়ে দেওয়াই মূল লক্ষ্য।'
সদস্য সচিব ওয়াহিদ মিয়া কুটি জানান, কোনো প্রধান বা বিশেষ অতিথিকে আমন্ত্রণ না জানিয়েই আয়োজকেরা নিজেদের মতো করে অনুষ্ঠান সাজানো হয়েছে।
দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'স্কুলের বাইরে থেকে কাউকে আমরা আমন্ত্রণ জানাইনি বা সম্পৃক্ত করিনি। ফরিদপুর জিলা স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরাই আমাদের প্রধান ও বিশেষ অতিথি।'


Comments