‘বাঘের তাড়া খেয়ে’ লোকালয়ে হরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত
সুন্দরবনের গভীর অরণ্য ছেড়ে লোকালয়ে ঢুকে পড়েছিল একটি হরিণ, এরপর পড়ে গিয়েছিল নদীতে। শেষ পর্যন্ত স্থানীয় মানুষ ও বন বিভাগের সহায়তায় উদ্ধার পেয়ে আবার ফিরে গেছে তার চিরচেনা বনভূমিতে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের গাবুরা ইউনিয়নের দৃষ্টিনন্দন এলাকা সংলগ্ন খোলপেটুয়া নদী থেকে হরিণটিকে উদ্ধার করে বন বিভাগ। বন বিভাগের প্রাথমিক ধারণা, বাঘের তাড়া খেয়ে দিশেহারা হয়ে হরিণটি নদী পার হয়ে লোকালয়ে ঢুকে পড়ে।
স্থানীয় বাসিন্দা আফজাল গাজী জানান, সকাল ৯টার দিকে দৃষ্টিনন্দন এলাকার সুন্দরবন-সাদৃশ্য বনভূমির ভেতরে কয়েকজন স্থানীয় বাসিন্দা প্রথম হরিণটিকে দেখতে পান। ধরার চেষ্টা করলে আতঙ্কিত হরিণটি দিগ্বিদিক ছুটতে থাকে। একপর্যায়ে খোলপেটুয়া নদীতে পড়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা জিয়াউর রহমানের নেতৃত্বে বন বিভাগের একটি দল।
কলাগাছিয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবেন মজুমদার জানান, নদী থেকে হরিণটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্বাস্থ্য পরীক্ষা করে দেখা যায়, হরিণটি সম্পূর্ণ সুস্থ।
বন বিভাগের কর্মকর্তারা জানান, সবকিছু স্বাভাবিক থাকায় হরিণটিকে সাতক্ষীরা রেঞ্জের ইকো-ট্যুরিজম কেন্দ্র কলাগাছিয়ার সংলগ্ন সুন্দরবনে অবমুক্ত করা হয়।
বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাঘের তাড়া খেয়ে নদী পেরিয়ে হরিণটি লোকালয়ে ঢুকে পড়েছিল। নদী থেকে উদ্ধার করার পর সেটি সুস্থ থাকায় আবার নিরাপদ পরিবেশে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে।

Comments