বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজের একদিন পর বাবা-ছেলের মরদেহ উদ্ধার
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার একদিন পর বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তারা হলেন— জেলে শামীম (৪৫) ও তার ১১ বছর বয়সী ছেলে সিয়াম।
আজ শুক্রবার কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ চন্দ্র মণ্ডল দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার গভীর রাতে কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের পাইপ বয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরদিন গভীর রাতে স্থানীয়রা শিশু সিয়াম ও তার বাবার মরদেহ সাগরে ভাসমান অবস্থায় দেখতে পায় এবং উদ্ধার করে কুয়াকাটায় নিয়ে আসে।
এ ঘটনায় নিখোঁজ ট্রলারের আরও ৪ জেলেকে বৃহস্পতিবার ভোরে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
তারা হলেন— মো. সিদ্দিক জোমাদ্দার (৫৫), মো. শাওন (২৪), মো. রাব্বী (১৮) ও রাসেদ (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২১ ডিসেম্বর রোববার সকালে চরগঙ্গা বাঁধঘাট বাজার এলাকা থেকে সিদ্দিক জোমাদ্দারের মালিকানাধীন এমভি সিদ্দিক ট্রলারে করে ৬ জেলে ইলিশ ধরতে বঙ্গোপসাগরে যায়। দুইদিন মাছ ধরার পর বুধবার রাত সাড়ে ১২টার দিকে ট্রলারটি পাইপ বয়া এলাকায় পৌঁছুলে হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে। এসময় ট্রলারের নিচের অংশে ছিদ্র হয়ে পানি ঢুকতে থাকে। একপর্যায়ে ৬ জেলেকে নিয়ে সাগরে ডুবে যায় ট্রলারটি।


Comments