আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌপথে নয় ঘণ্টা ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চার ঘণ্টা পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।
আজ রোববার সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক সালাম হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঘন কুয়াশার কারণে শনিবার রাত ১০টায় আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। কুয়াশা কেটে গেলে আজ সকাল ৭টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় ফেরি 'চিত্রা' যাত্রী ও যানবাহন নিয়ে যমুনা নদীর মাঝখানে নোঙর করতে বাধ্য হয়। এছাড়া ফেরি 'ধানসিঁড়ি' ও 'বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান' আরিচা ঘাটে এবং ফেরি 'শাহ আলী' কাজিরহাট ঘাটে রাখা হয়।
তিনি আরও জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরি চলাচল শনিবার রাত পৌনে ১০টায় বন্ধ ঘোষণা করা হয় এবং কুয়াশা কেটে গেলে রাত সোয়া দুইটায় ফেরি চলাচল শুরু হয়।
তার দেওয়া তথ্য অনুযায়ী, ফেরি চলাচল বন্ধ থাকায় চারটি ফেরি 'ভাষা শহীদ বরকত', 'কেরামত আলী', 'বিএস ডা. গোলাম মাওলা' এবং 'বীর শ্রেষ্ঠ মতিউর রহমান' যাত্রী ও যানবাহন নিয়ে পদ্মা নদীর মাঝখানে নোঙর করে। এছাড়া 'শাহ পরান', 'খান জাহান আলী', 'কুমিল্লা' ও 'বীর শ্রেষ্ঠ রুহুল আমিন' মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে এবং ছয়টি ফেরি দৌলতদিয়া ঘাটে রাখা হয়।
গত কয়েকদিন ধরে সন্ধ্যার পর পদ্মা-যমুনা অববাহিকায় ঘন কুয়াশা পড়ছে। আর রাতে কুয়াশার তীব্রতায় নৌপথ দৃষ্টি সীমার বাইরে চলে যায়। ফলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি সার্ভিস বন্ধ রাখতে বাধ্য হয় বলে জানান তিনি।


Comments