চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার গায়েবানা জানাজা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চবি প্রশাসনের উদ্যোগে আজ বুধবার জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার সময় খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও চিরশান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আবু দাউদ মুহাম্মদ মামুন জানাজায় ইমামতি করেন।
একইসঙ্গে ক্যাম্পাসের বিভিন্ন উপাসনালয়—মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থনার আয়োজন করা হয়।
এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে আসরের নামাজের পর কেন্দ্রীয় জামে মসজিদে পৃথক দোয়া মাহফিল আয়োজনের কথা জানানো হয়েছে।
জানাজা শেষে উপাচার্য অধ্যাপক ড. ইয়াহিয়া আখতার বলেন, 'মানুষ যাদের ভালোবাসে, আল্লাহ তাদের ক্ষমা করেন। আল্লাহ বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।'
চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব বলেন, 'মিথ্যা মামলায় দীর্ঘ ১৬ বছর কারাবন্দি থাকার সময় যথাযথ চিকিৎসা না পাওয়ায় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটে।'
তিনি বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর তিনিসহ অনেক রাজনৈতিক বন্দি মুক্তি পান। তিনি জনপ্রিয় ও দেশপ্রেমিক নেত্রী ছিলেন। ফ্যাসিবাদী শাসনামলেও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, কুকসুর সহসভাপতি মো. ইব্রাহিমসহ শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতারা।
এর আগে মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা যান।
এর আগে শ্বাসকষ্টজনিত ফুসফুসের সংক্রমণ নিয়ে তিনি গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হন। নিউমোনিয়াসহ কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসজনিত জটিলতায় তার অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়।


Comments