এনইআইআর কার্যক্রম উদ্বোধনের সময় বিটিআরসি ভবনে ভাঙচুর
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম উদ্বোধনের সময় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভবনে ভাঙচুর করেছে একদল লোক।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে বিটিআরসি ভবনে ইট-পাটকেল ছুঁড়তে এবং ভবনের প্রাঙ্গণে ভাঙচুর চালাতে দেখা গেছে।
বিটিআরসির এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, কিছু লোক বিটিআরসি ভবনের সীমানার কাঁচ ভাঙচুর করেছে।
সেখানে সড়কে থাকা বিটিআরসির একটি গাড়িও ভাঙচুর করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে ২৮ জনকে আটক করে।
এছাড়া, পুলিশও বেশ কয়েকজন হামলাকারীকে আটক করে।
এনইআইআর কার্যক্রম চালুর মাধ্যমে নেটওয়ার্কে নতুন যুক্ত অবৈধ হ্যান্ডসেটগুলো বন্ধের প্রক্রিয়ার আওতায় আসবে।
এর আগে, গত ১০ ডিসেম্বর অবৈধ হ্যান্ডসেট বা 'গ্রে মার্কেট'–এর ফোন বন্ধের প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে বিক্ষোভ ও অবরোধ করেন বিক্রেতারা। এর পরিপ্রেক্ষিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এনইআইআর চালুর কার্যক্রম তিন মাসের জন্য পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছিল।
ব্যবসায়ীদের দাবির মুখে অবিক্রীত বা স্টকে থাকা ফোনের তথ্য জমা দেওয়ার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। গতকাল সেই সময়সীমা শেষ হয়েছে।


Comments