টক-শো, ফেসবুক ও ইউটিউব থেকে ফুয়াদের আয় ৩ লাখ ২৬ হাজার টাকা

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি: সংগৃহীত

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বার্ষিক আয় ৭ লাখ ৪১ হাজার টাকা। এর মধ্যে ৩ লাখ ২৬ হাজার টাকা তিনি আয় করেন টিভি টক-শো, ইউটিউব ও ফেসবুক থেকে। ফুয়াদের হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ মুলাদী) আসনের প্রার্থী ফুয়াদ। তাকে সমর্থন দিয়ে এই আসনে প্রার্থী দেয়নি জামায়াতে ইসলামী।

ফুয়াদের হলফনামা পর্যালোচনায় দেখা যায়, তার বার্ষিক আয় ৭ লাখ ৪১ হাজার ৬০২ টাকা। এর মধ্যে ৪ লাখ ১০ হাজার টাকা তিনি আইনজীবী হিসেবে চেম্বার থেকে বছরে সম্মানী পান। বাকি ৩ লাখ ২৬ হাজার টাকা তিনি টিভি টক-শো, ইউটিউব ও ফেসবুক থেকে আয় করেন।

ফুয়াদের নগদ ২ লাখ টাকা ও স্ত্রীর ৫০ হাজার টাকা আছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। এর বাইরে ব্যাংকে ফুয়াদের সাড়ে তিন লাখ টাকা ও স্ত্রীর ১৮ হাজার টাকা সঞ্চয় রয়েছে।

আয়কর রিটার্নে ফুয়াদ সম্পদ দেখিয়েছেন ৫ লাখ ৯১ হাজার ২৮৪ টাকার। ২০২৫-২৬ করবর্ষে আয়কর দিয়েছেন ২০ হাজার ৭৭৩ টাকা।

ফুয়াদ পেশা দেখিয়েছেন আইনজীবী ও তার স্ত্রীর গৃহিণী। এবি পার্টির সাধারণ সম্পাদক ও তার স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ দেখানো হয়েছে ৭ লাখ টাকা।

 

Comments

The Daily Star  | English
cold wave in northern Bangladesh

Up to 4°C colder than last year: North Bangladesh shivers

Rangpur Met Office says harsh conditions may persist for several more days

10h ago