উত্তরে তীব্র শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫ ডিগ্রি

শীতে বিপর্যস্ত তেঁতুলিয়া। ছবি: স্টার

দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। আজ বুধবার সকাল ৯টা থেকে আগের ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসব তথ্য জানান তেঁতুলিয়ায় অবস্থিত আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়।

শীতে সূর্যের দেখা মিলছে না। শীত বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সেখানকার বাসিন্দারা। 

পঞ্চগড় সদর উপজেলার রিকশাভ্যানচালক সুরুজ আলী (৪৬) বলেন, গতকাল সন্ধ্যার পরপরই শহর ও আশপাশের এলাকায় ঘন কুয়াশা নেমে আসে।

বাতাসের সঙ্গে কুয়াশা মেঘের মতো ভেসে বেড়ায়, ফলে দৃশ্যমানতা কমে গিয়ে ১০ থেকে ১৫ ফুটে নেমে আসে বলে জানান তিনি।

পঞ্চগড় পৌরসভার ডোকরপাড়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম (৬০) বলেন, দিন দিন শীতের তীব্রতা বাড়ায় জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে উঠছে।

ঠাকুরগাঁও সদর উপজেলার খোচাবাড়ি গ্রামের ভাঙারির দোকানে কর্মরত মইজউদ্দিন (৪৫) বলেন, এমন শীতের মধ্যে কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

কৃষিসহ বিভিন্ন খাতে কর্মরত নিম্ন আয়ের মানুষজনও একই ধরনের দুর্ভোগে পড়েছেন বলে জানান স্থানীয়রা।

আজ নওগাঁর বদলগাছী উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এ ছাড়া ঠাকুরগাঁওয়ে ৭ দশমিক ৫, রাজশাহীতে ৭ দশমিক ৬, নীলফামারীর ডিমলায় ৮, কুড়িগ্রামের রাজারহাটে ৮ দশমিক ৫ এবং দিনাজপুরে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, এমন আবহাওয়া পরিস্থিতি আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে।

Comments

The Daily Star  | English