নোয়াখালীতে বিএনপির ১২ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩৫

স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় বিএনপির ১২ নেতাকর্মীসহ মোট ৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল রোববার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা বিএনপির নেতাকর্মীরা হলেন-সুবর্ণচর উপজেলার শ্রমিক দলের সভাপতি মঞ্জুরুল আলম (৪২), নোয়াখালী সদরের চরমটুয়া ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. চাঁন মিয়া (৪৩), জেলা বিএনপির কর্মী বেগমগঞ্জের আব্দুর রশিদ (৪৪), আব্দুর রহমান (৩২), নূরনবী চৌধুরী (৪৮), ইসমাইল হোসেন রতন (৫৭), চৌমুহনী পৌরসভার তোফায়েল (৬৬), মো. সুফল (৩৫), মো. জসিম উদ্দিন (৫৭), সোনাইমুড়ী উপজেলার সালমান মুহাম্মদ আহসান ভূঁইয়া (৪৬), ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আব্দুল মোতালেব (৪৫) এবং মাসিমপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী (৩৪)।

আজ সোমবার দুপুরে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম গণমাধ্যমকে তাদের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।

দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিএনপির চলমান আন্দোলন ও প্রতিবাদ সমাবেশে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখে সরকার দলীয় নেতারা মিথ্যা মামলায় জড়িয়ে পুলিশ দিয়ে আমাদের নেতাকর্মীদের হয়রানি ও গ্রেপ্তার করছে।'

তবে তার বক্তব্য নাকচ করে দিয়ে পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, 'জেলার আইনশৃঙ্খলা ঠিক রাখতে প্রতি মাসের শেষে জেলার ৯টি থানায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে মামলার বাইরে কাউকে হয়রানি বা গ্রেপ্তার করা হচ্ছে না। আগের মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা তামিল করছে পুলিশ।'

 

Comments

The Daily Star  | English

Nation will never forgive if fascism returns for disunity: Salahuddin

All parties must stand together and close every door to the return of the 'fascist' AL, he says

34m ago