রাঙ্গার পর এবার জিয়াউল হক মৃধাকে জাপা থেকে অব্যাহতি

জিয়াউল হক মৃধা। ছবি: সংগৃহীত

মশিউর রহমান রাঙ্গার পর এবার জিয়াউল হক মৃধাকে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ-পদবী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে এ ব্যবস্থা নেন।

আজ শনিবার দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোমধ্যে এ আদেশ কার্যকর করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে ১৪ই সেপ্টেম্বর বুধবার দলের প্রেসিডিয়ামসহ সব পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেয় জাতীয় পার্টি।

Comments

The Daily Star  | English

Army chief reaffirms Bangladesh’s commitment to UN peacekeeping

"As Bangladesh's senior-most peacekeeper, I feel proud and honoured to be here today"

29m ago