নির্বাচন কমিশন স্বীকার করেছে ইভিএমে সঠিকভাবে নির্বাচন সম্ভব হচ্ছে না: জিএম কাদের

রংপুরের পল্লীনিবাসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জিএম কাদের। ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নির্বাচন কমিশন নিজেই স্বীকার করেছে, ইভিএম দিয়ে সঠিকভাবে নির্বাচন করা সম্ভব হচ্ছে না, আয়ত্তে আনা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, 'এর আগেও নির্বাচন নিয়ে আমরা যে কথা বলেছি তা সত্য প্রমাণিত হয়েছে। অন্ততপক্ষে ইভিএমের ক্ষেত্রে প্রমাণিত হয়েছে।'

আজ মঙ্গলবার রংপুরের পল্লীনিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, 'প্রেসিডিয়াম সভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নির্বাচনের আগে যেসব নির্বাচন অনুষ্ঠিত হবে তার সবগুলোতে আমরা অংশগ্রহণ করব। এর অর্থ হলো যে, নির্বাচনে যেসব অনিয়ম হয় তা প্রত্যক্ষভাবে দেখার জন্য এবং দেশবাসীকে দেখানোর জন্য আমরা নির্বাচনগুলোতে যাচ্ছি। ভবিষ্যতে সরকারের পক্ষে-বিপক্ষে কথা বলতে গেলে আমরা এসব বিষয় প্রমাণ হিসেবে তুলে ধরতে পারব।'

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোট গঠনের বিষয়ে জিএম কাদের বলেন, 'আমরা কারো সঙ্গে জোট করবো কী করবো না সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

নির্বাচনের কাছাকাছি সময়ে এসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছি। সেভাবে প্রার্থী নির্বাচন করা হচ্ছে।'

জিএম কাদের বলেন, 'জাতীয় পার্টির একটা অতীত ঐতিহ্য আছে। অতীতে আমরা যে সুশাসন দিয়েছি, পরবর্তীতে কোনো সরকার তুলনামূলকভাবে সে রকম সুশাসন দিতে পারেনি। আমরা জনগণের কাছে এসব বিষয় নিয়ে যাচ্ছি। দলকে শক্তিশালী করতে আমরা কাজ করছি।'

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

6h ago