সম্মেলনের সাড়ে ৫ মাস পর চট্টগ্রাম দক্ষিণ যুবলীগের আংশিক কমিটি

গত ২৮ মে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা, পরদিন চট্টগ্রাম উত্তর জেলা শাখা ও ৩০ মে নগর ইউনিট যুবলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

সম্মেলনের প্রায় সাড়ে ৫ মাসের বেশি সময় পর আজ বুধবার চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের  আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে দিদারুল ইসলামকে সভাপতি ও জহুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

তিন বছরের মেয়াদে ১০১ সদস্যের কমিটি হওয়ার কথা থাকলেও, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৪১ নেতাকে বিভিন্ন পদ দেওয়া হয়েছে।

গত ২৮ মে পটিয়া উপজেলার পটিয়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়।

যোগাযোগ করা হলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ দ্য ডেইলি স্টারকে জানান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল অভিন্ন সিদ্ধান্তে নতুন কমিটিতে সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে ৪১ নেতার নাম ঘোষণা করেছেন।

আগামী ৬০ কার্যদিবসের মধ্যে ১০১ সদস্যের কমিটির শূন্য পদগুলো পূরণ করতে বলা হয়েছে কমিটিকে।

আংশিক কমিটিতে সহ সভাপতি পদে ১১ নেতাকে এবং সাংগঠনিক সম্পাদক পদে ৫ নেতার নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া ৩ যুগ্ম-সাধারণ সম্পাদক পদের মধ্যে ২ জনের নাম ঘোষণা করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

5h ago